আ উ ট অফ নেট ওয়ার্ক !!
কয়েকদিন আগে টেলিভিশনে একটা গানের পরিবেশনা দেখলাম। ZEE TV Bangla’র “সারে গা মা পা” অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিযোগী মাইনুল আহসান নোবেল গাইলো জেমসের “মা” গানটা। সাথে কলকাতার প্রখ্যাত অভিনেতা গৌতম হালদার আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের “মনে পড়া” কবিতাটা। নোবেল গাইলো, “ ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস...অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না...”। তাল মিলিয়ে গৌতমের অভিনয় চলতে লাগলো, “মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে।” দুই বাংলার দুই সেরা শিল্পী ফুটিয়ে তুললেন হারিয়ে যাওয়া মা’কে খুঁজে পাওয়ার আকুল ব্যঞ্জনা। গান ও কবিতা সমান্তরাল উপস্থাপনা উপস্থিত সবাইকে “মা-সন্তানের” ভালোবাসার জগতে বিলীন করলো। ক্ষণিকেই সবাই বুঝি যে যার মায়ের কাছে পৌঁছে গেল। টিভির ক্যামেরায় দেখাচ্ছিল উপস্থাপক, বিচারক, ও অন্যান্য সবার চোখ অশ্রুতে ভরে গেছে। পরিবেশনা শেষে কয়েকজন মা’র স্মৃতি রোমন্থন করতে করতে রীতিমত কেঁদে ফেললেন। অত্যন্ত সু-পরিকল্পিত ও দারুণ উচ্চমানের কিন্তু সহজ, সরল এক শৈল্পিক উপস্থাপনা তার সার্থকতা প্রমাণ করলো। আমি টিভি সামনে বসে থাকলেও, আমার মন চলে গেল শৈশব কিংবা আরও ছোট বয়সে মায়ের ঠিক পাশে। তার সাথে ভীষণ কথা বলতে ইচ্ছা হলো। কিন্তু মা যে ......
আ উ ট অফ নেট ওয়ার্ক !!
বেশ কিছুদিন ধরে একটা ফোন করতে ইচ্ছা হচ্ছে। ওই দিককার মানুষটার সাথে কথা বলার জন্যে মনটা ভীষণ অস্থির হয়ে আছে। কিন্তু কোন নম্বরে যে কল করলে যে তাকে পাবো সেইটাই তো এখন জানি না।
মা চলে গেছেন না ফেরার দেশে গেছেন আজ প্রায় তিন বছর হতে চললো। তার আগের ২৩ বছর ধরে আমি দেশের বাইরে, মানে প্রবাসী। তার সাথে এই ২৩ বছরে দেখা হয়েছে হাতে মাত্র গোণা কয়েকবার। তিনি বিদেশে এসেছেন দু বার আর আমি দেশে গিয়েছি দু বার। তখনই শুধুমাত্র সরাসরি তার সান্নিধ্য পেয়েছিলাম। বাকী সময়টুকুতে যোগাযোগ হতো ফোনে।
ফোন হাতে নিয়েই ছিল সেই একই অভিযোগ, কেনো এবার এতো দেরী করে ফোন করলাম। অবশ্য বেশ কয়েকবার ব্যস্ততার জন্যে কিংবা দু দেশের সময়ের ব্যবধানের কারণে সময়মতো ফোন করা হয়ে উঠে নি। যাই হোক, অভিযোগ শেষ হলে আমাকে নিয়ে তার শত উদ্বিগ্নতার কথা বলতেন। শেষে তার আশীর্বাদ চেয়ে আলাপন শেষ হতো।
আমার আবার তার কথা শুনতে ভীষণ মন চাইছে। তার অভিযোগ, উদ্বিগ্নতা, আশীর্বাদ আরেকবার কিংবা বারে বারে শোনার জন্যে আমি কাঙাল হয়ে আছি। কিন্তু তার বর্তমান ফোন নম্বর তো আমার জানা নাই। যদি কোনভাবে তার নম্বরটা পেতাম! কিন্তু সেইটা কি করে সম্ভব? উনি তো আরেক জগতের আরেক ডাইমেনশনে আছেন। আমাদের জন্যে সেটা যে একেবারেই আ উ ট অফ নেট ওয়ার্ক !!
জানুয়ারি ২৫, ২০১৯
কাজী হাসান
প্রবাসী লেখকঃ quazih@yahoo.com