পাঠকের কমেন্ট
""কাজী হাসানের লেখা এ বইয়ের প্রত্যেকটি গল্প আমি পড়েছি। মানুষের জীবনের চাওয়া পাওয়া মধ্যে যে ফাঁক, সেটা নিয়ে গল্পগুলো তৈরি হয়েছে। অনেক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনাই ঘটতে দেখা যায়। তবু কোন ঘটনাই শেষ পর্যন্ত বাস্তবতা এড়িয়ে যায় না। গল্পগুলো যে আমাদের কালের বাংলাদেশের বাস্তবতার উপর দাঁড়িয়ে। সেটাই এর বড় শক্তি। একবার শুরু করলে শেষ না করে পারা যায় না। কাজী হাসান একজন সত্যিকারের গল্প লেখক। তাঁর কাছ থেকে আমি আরও অনেক কিছু আশা করা যায়।" --প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকি (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন ভাইস চ্যান্সেলর)