পশু রাজত্বে

সিংহ রাজপুত্র : আমি আপনার বানর উজিরের একমাত্র কন্যা বানর সুন্দরী ছাড়া আর কাউকে বিয়ে করব না।

সিংহ রাজা : তুমি এইটা কি বললে রাজপুত্র । পৃথিবীতে এমন অদ্ভূত কথা কেউ শুনে নি । আমার পরে, তুমিই হবে এ বিশাল জঙ্গল রাজত্বের রাজা। তোমার হুঙ্কার জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাবে । আর বানর সুন্দরী চি চি করে কোনো এক গাছে ঝুলে থাকবে ।

সিংহ রাজপুত্র : কিন্তু আপনি তো বানর সুন্দরীর বাবাকে আপনার রাজত্বের উজির বানিয়েছেন ।

সিংহ রাজা : আরে বোকার হর্দ, ওকে উজির বানিয়েছি যাতে গাছের উপর থেকে সবাইকে দেখে রাখতে পারে। আমাকে সব খবর পৌছিয়ে দিতে পারে , কে কখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।

সিংহ রাজপুত্র : গাছের উপর থেকে কি করে বুঝে, কে ষড়যন্ত্র করছে ?

সিংহ রাজা: পশু রাজত্বে বানর থেকে আর বুদ্বিমান কেউ নেই । হাটা চলা দেখেই বলে দিতে পারে কার মনে কি আছে।

সিংহ রাজপুত্র: তা হলে এ রকম বুদ্ধিমান প্রজাতির কন্যাকে বিয়ে করার মধ্যে কোনো সমসা দেখছি না ।

সিংহ রাজা: সিংহ হলো বনের রাজার জাতি । আমার রাজ্যত্ব চালাই । শিকার করি , মাংস খাই আর বানর হলো তুচ্ছ জাত ।আবার আমাদের শত্রু মানুষের মত নকল করে দু-পা দিয়ে হাটে। আমি আজকেই ওকে বরখাস্ত করবো । এত বড় সাহস, বানর হয়ে সিংহ রাজপুত্রের উপর নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে ।

সিংহ রাজপুত্র : না বাবা একথা বলবেন না । আমিই ওর প্রেমে হাবু ডুবু খাচ্ছি । ওর গাছে উঠা , ঝুলে থাকা , পাতা ছেড়া, সবই আমার ভালো লাগে । আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না । জেগে থাকলে ওর দিকে তাকিয়ে থাকি , ঘুমালে ওকে সার রাত স্বপ্নে দেখি ।

সিংহ রাজা: বেয়াদপ ছেলে । পশু রাজা বাবার সাথে কেমন করে কথা বলতে হয়, তাও দেখি ভুলে গেছো । আমি বানর উজিরকে আজকেই বরখাস্ত করে কন্যা সহ রাজ্যত্ব ছাড়া করবো ।

সিংহ রাজপুত্র : তা হলে আমিও ওদের সাথে তোমার এই জঙ্গল রাজ্ ত্ব ছেড়ে চলে যাবো ।

সিংহ রাজা : তুমি কি রাজা পঞ্চম এডওয়ার্ড । প্রেমের জন্যে মসনদ ছেড়ে চলে যাবে ?

সিংহ রাজা: আপনি কখনো বানরদের ছোট করে দেখতে পারেন না । হিন্দুদের হনুমান ছিলেন বানর বেশী দেবতা । বৌদ্ধ আগের জন্মে বানর ছিলেন । মানুষরাও বহু সিনেমা বানিয়েছেন এদের নিয়ে ।

সিংহ রাজা : তোমার মাথা দেখি একেবারেই গেছে । সিংহ হলো রাজার জাত । এর উপরে কোনো পশু নাই । গায়ের শক্তি হলো সব চেয়ে বড় জিনিস । এই জন্যে দক্ষিন আফ্রিকার টাকার মধ্যে সিংহের ছবি । সিঙ্গাপুর নাম এসেছে আমাদের থেকে, সিংহের শহর ।

সিংহ রাজপুত্র : না বাবা, গায়ের শক্তি থেকে আমার মনের বুদ্ধি বেশী দরকার । আমার বানর সুন্দরীকে চাই-ই চাই ।

সিংহ রাজা : তুমি দেখি আমার কোনো কথাই শুনবে না । তবে শেষ কথা বলি । বানর সুন্দরীর হাতে তিনটে কলা দাও। তার পরে বলো তোমাদের দু জনের মধ্যে ভাগ করে দেখাতে 


www.lekhalekhi.net